নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

দুটি গুরুত্বপূর্ণ পদ অনুপস্থিত, পাটগ্রামে থমকে গেছে প্রশাসনিক সেবা

‎মেহেরুবান হাবিব (পাটগ্রাম লালমনিরহাট) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
69.1kভিজিটর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য ও দায়িত্বহীন অবস্থায় থাকায় ভূমি প্রশাসনসহ সার্বিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো সাধারণ মানুষ।

‎এক বছরের বেশি সময় ধরে এসি ল্যান্ড পদ শূন্য :

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার এসি ল্যান্ড হাসিব উল আহসানকে গত বছরের ১৪ অক্টোবর বদলি করা হয়। এরপর থেকে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। এ সময় বিভিন্ন সময়ে তৎকালীন ইউএনও নুরুল ইসলাম, জিল্লুর রহমান ও সর্বশেষ উত্তম কুমার দাশ অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসি ল্যান্ডের কাজ পরিচালনা করেন।
‎চলতি বছরের ৮ ডিসেম্বর উত্তম কুমার দাশ বদলি হলে পাটগ্রাম কার্যত এসি ল্যান্ডবিহীন হয়ে পড়ে। পরদিন ৯ ডিসেম্বর নতুন ইউএনও হিসেবে সানজিদা আক্তার যোগদান করলেও তিনিও স্বল্প সময়ের মধ্যে অফিস ছাড়েন।

‎যোগ দিয়েই অনুপস্থিত ইউএনও :

‎উপজেলা পরিষদ সূত্র জানায়, ইউএনও সানজিদা আক্তার গত ১৮ ডিসেম্বর অফিস শেষে ঢাকায় যান প্রশিক্ষণে অংশ নিতে। এরপর তিনি পারিবারিক ও ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। ফলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে পাটগ্রামে একই সঙ্গে ইউএনও ও এসি ল্যান্ড—দুটি পদই কার্যত শূন্য অবস্থায় রয়েছে।

‎বন্ধ ভূমি অফিসের সেবা, ক্ষোভে সাধারণ মানুষ :

‎এই প্রশাসনিক শূন্যতার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ভূমি সেবাগ্রহীতারা। জমির খাজনা খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা কার্যত বন্ধ রয়েছে। ভূমি অফিসে এসে দিনের পর দিন অপেক্ষা করেও কোনো সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ।
‎এক ভুক্তভোগী জানান, জমির খাজনা খারিজ শেষ করে জমি বিক্রি করে মেয়ের বিয়ে ও সংসারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু এসি ল্যান্ড না থাকায় মাসের পর মাস ঘুরেও কোনো কাজ হচ্ছে না।

‎অফিস খোলা, কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় :

‎গত বুধবার সরেজমিন পাটগ্রাম উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও অনেক দফতরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নেই। প্রশাসনের মূল নেতৃত্ব ইউএনও অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে দায়িত্বহীনতা ও গাফিলতির প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।
‎স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক তদারকি না থাকায় কিছু দপ্তরে কাজের গতি থমকে গেছে, কেউ কেউ ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করছেন।

‎জেলা প্রশাসনের বক্তব্য :
‎এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎পাটগ্রাম বাসীর দাবি :

‎পাটগ্রাম বাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত পাটগ্রাম উপজেলায় স্থায়ীভাবে একজন এসি ল্যান্ড নিয়োগ এবং ইউএনওর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রশাসনিক অচলাবস্থা আরও দীর্ঘায়িত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x