
আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে জানানো হয়, বাংলাদেশে রোববার ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস শুরু। সেই হিসাবে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
প্রতি হিজরি সনের ২৬ রজব রাতে মুসলমানরা শবে মেরাজ পালন করে। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, জিকির, তাসবিহ পড়া ও পবিত্র কোরআন তিলাওয়াত এবং গরিব-দুঃখীকে অর্থ দান করে থাকেন। কেউ কেউ এ দিবস উপলক্ষে নফল রোজা রাখেন।
শবে মেরাজে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি অফিসে ঐচ্ছিক ছুটি থাকে। তবে এবার শবে মেরাজ পালিত হবে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.