নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বরিশাল গণপূর্ত অফিসের রূপক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
82.9kভিজিটর

বরিশাল গণপূর্ত অফিসের হিসাব সহকারী আবুল হাসান রূপক মিথ্যা প্রচার ও ষড়যন্ত্রের শিকার।

রূপকের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,বিভ্রান্ত কর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন অনলাইন, প্রিন্ট সংবাদ মাধ্যমে। ২০২৪ সালের ৫ই আগস্ট এর আগে রূপককে বলা হত ছাত্রদলের সাবেক নেতা,বর্তমানে আবার বলা হয় ফ্যাসিস্ট আ’লীগের দোসর যা এখন একটি কমন ডায়লগ হিসেবে পরিচিত হয়েছে‌।

যার সাথে যার মনের মিল না হয় তাকেই বানিয়ে দেওয়া হয় ফ্যাসিস্ট দোসর। ২০২৪ সালের ৫ই আগস্টের পূর্বে বানানো হতো জামাত বিএনপির লোক এসব তোহমত ও তকমা থেকে বেরিয়ে আসতে চায় সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বরিশাল গণপূর্ত অফিসে সততা, নিষ্ঠা, আদর্শবান ও কর্মদক্ষতার এবং সুনামের সাথে চাকুরি করে আসছেন আবুল হাসান রূপক। রূপকের দীর্ঘ চাকুরির জীবনে কোন অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের তথ্য প্রমাণ পাওয়া যায়নি অনুসন্ধানে।

বরিশাল গণপূর্ত অফিসের রূপক বর্তমানে একটি অবৈধ স্বার্থন্বেষী মহলের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার অফিসের একাধিক কর্মকর্তা,কর্মচারীরা।

বরিশাল গণপূর্ত অফিসের একজন অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই অফিস থেকে যারা অবৈধ সুবিধা না পায় আবার যখন ঠিকাদারদের কাজের তদারকি করা হয় তখনই কতিপয় অসাধু স্বার্থন্বেষীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট অপপ্রচার চালায়।তিনি বলেন আমরা এই অপপ্রচার কারীদের অপপ্রচারে কান না দিয়ে আমরা আমাদের কাজ শতভাগ আদায় করে নেই ঠিকাদারদের থেকে।

কে কি বলল কে কি করলো তাতে আমাদের যায় আসে না।আমাদের বিরুদ্ধে যেমনি অপপ্রচার চালানো হয় তেমনি আবার আমাদের ভালো কাজেরও প্রচার করা হয়।আমার চাই আমাদের কাজ পেশাদারিত্বের সাথে করতে।

সাম্প্রতিক আপনাদের অফিসের হিসাব সহকারী আবুল হাসান রূপকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সে বিষয়ে আপনি কিছু বলবেন, তখন তিনি বলেন বিল করেন এসও,এসডি, এক্সিএন রূপক শুধু ফাইল প্রসেস করেন বিল দেয়া নেয়ার ক্ষেত্রে তার কোন হাত নেই তবে আপনি ধরে নিতে পারেন রূপকের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। আগেই বলেছি কতিপয় ঠিকাদাররা যখন তাদের অবৈধ স্বার্থ হাসিল করতে না পারে তখনই এসব করে থাকে।তিনি বলেন আমার জানামতে রূপক একজন ভালো সৎ আদর্শবান লোক বটে।

রূপকের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে এই অপপ্রচারের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

রূপকের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা অনুসন্ধান করে দেখা যায় ওই অপপ্রচারের একটি বিষয়ের সাথেও রূপকের কোন সম্পৃক্ততা নেই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রূপকের একটি বাড়ি আছে বলে সংবাদ প্রকাশ করা হয় যাহা সরজমিনে গিয়ে অনুসন্ধানে দেখা যায় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

বরিশাল গণপূর্ত অফিসের হিসাব সহকারী আবুল হাসান রূপকের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার সম্পর্কে বরিশাল গণপূর্ত অফিসের একাধিক প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর ঠিকাদাররা বলেন, সামাজিকভাবে সম্মান মর্যাদা নষ্ট করার জন্যই এসব অপপ্রচার চালানো হতে পারে বলে মনে করেন ঠিকাদাররা। ঠিকাদাররাও এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বরিশাল গণপূর্ত অফিসের হিসাব সহকারী আবুল হাসান রূপক এর বিরুদ্ধে যে মিথ্যা বৃত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তার বিষয় তিনি প্রতিবেদককে বলেন,আপনারা তদন্ত করে দেখেন আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার মধ্যে যে কয়টি বিষয় আনা হয়েছে এই বিষয় গুলোর সাথে আমার কোন সংশ্লিষ্টতা আছে কিনা।

আমি বরিশাল গণপূর্ত অফিসের একজন হিসাব সহকারী মাত্র আমার কি ক্ষমতা আছে কাজের বিল দেয়ার বা না দেয়ার।আমার কি ক্ষমতা আছে ঠিকাদাররা কি ধরনের রড,বালি,সিমেন্ট ব্যবহার করবে তার তদারকি করার।আমি যে সংবাদটি দেখলাম আমার বিরুদ্ধে তা দেখে আমি হতবাক হয়েছি কেনইবা কারাইবা এই ধরনের একটি বানোয়াট মিথ্যা অহেতুক আমাকে আমার পরিবারকে সমাজের কাছে ছোট করার জন্য সংবাদ প্রকাশ করল।আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিন্দা প্রতিবাদ জানানোর সাথে সাথে তিনি আরো বলেন আপনারা সত্য যাচাই-বাছাই করে প্রকাশ করবেন দয়া করে মিথ্যা মন গড়া বানোয়াট তথ্য পেয়ে কারো বিরুদ্ধে প্রচার করবেন না।৫ই আগস্ট এর পূর্বে আমাকে বলা হত ছাত্রদলের নেতা এখন আমাকে বানানো হয়েছে আবার ফ্যাসিস্টের লোক আমরা কোথায় যাব প্রতিবেদকে বললেন রূপক।

বরিশাল গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম এর কাছে জানতে চাওয়া হয় আপনার অফিসের হিসাব সহকারী আবুল হাসান রূপকের বিরুদ্ধে যে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তা আপনি জানেন কিনা তখন তিনি বলেন হ্যাঁ আমি জানি একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তবে সংবাদের মধ্যে যে সব বিষয় আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

তিনি আরো বলেন, যেহেতু সংবাদ প্রকাশ করা হয়েছে আমি বিষয়টি খতিয়ে দেখব। তার কাছে জানতে চাওয়া হয় আপনার অফিসে রূপক কাজ করতেছে তিনি কোন ধরনের কেমন প্রকৃতির মানুষ তখন তিনি বলেন আমার জানা মতে রূপক একজন সৎ আদর্শবান কর্মঠ লোক আমার মনে হয় তিনি একজন ভালো মানুষ ভালোভাবেই অফিসের কাজ করেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x