
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত-বেষ্টিত দহগ্রাম-আঙ্গরপোতা এলাকায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ভোরবেলায় দহগ্রাম ইউনিয়নের একটি বাংলাদেশি বাড়িতে অনুপ্রবেশ করলে টহলরত ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দলকে তাড়া করতে গিয়ে জড়োহলে অর্জুনবাড়ি ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য দৌড়াতে থাকেন। এ সময় একজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩শ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক বাংলাদেশি নাগরিকের বাড়িতে ঢুকে পড়েন। পরে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।
বর্তমানে আটক ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রামে অবস্থিত ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, দহগ্রাম ভারত-বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায়ই উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়। এর আগেও ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় বড় বড় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো উসকানিমূলক ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2025 wsbnews24.com. All rights reserved.