নওগাঁ সদরে বোয়ালিয়া উত্তর-পশ্চিম পাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে এলাকার যুব সমাজ, মহিলারা অংশগ্রহণে দিনব্যাপী নানান খেলাধুলার আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে নওগাঁ সদরে বোয়ালিয়া উত্তর-পশ্চিম পাড়ায় প্রতিবাদী সংসদের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকাবাসীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বোয়ালিয়া উত্তর-পশ্চিম পাড়া প্রতিবাদী সংসদ এর সভাপতি মো: আলম সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জিয়া সংসদের নওগাঁ জেলার সভাপতি সেতু মৈত্র।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মো: রুহুল আমিন, নওগাঁ জেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ শিপলু হোসেন বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মো: তারেক রহমান,জিয়া সংসদের সদর থানার সাধারণ সম্পাদক মো: আক্তার ফেরদৌস রানা,বোয়ালিয়া ১ নং ওয়ার্ড এর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডল,প্রতিবাদী সংসদ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম মন্ডল,মো: আসাদুজ্জামান আসাদ,মো: ফিরোজ হোসেন, মো: মিলন হোসেন, নওগাঁ জিয়া সংসদের সদর থানার সিনিয়র সহ-সভাপতি মো: সাজিদ আহম্মেদ,সহ সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন, ক্রিয়া সম্পাদক মোঃ বিপ্লব হোসেন ও প্রতিবাদী সংসদ এর অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিবাদী সংসদের দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। পুরুষ্কার বিতরন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।