সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়, মিয়ারচর পাচঁগাও উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় একশন এইড বাংলাদেশের সহায়তায় এল আর পি -৪৩ , ভার্ড কর্তৃক যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার Sexual Reproductive Health and Rights(SRHR)এর উপর স্কুলের শিক্ষক(৩৬ জন) , স্কুলের কিশোরী গ্রুপ লিডার(৪৫ জন) এবং স্কুলের ১৫০ জন কিশোরী মেয়েদের ট্রেনিং ও সেশন প্রদান করা হয়েছে।
০৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে সিডিউল অনুযায়ী বিভিন্ন তারিখে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত তারিখে শেষ হয়েছে। ট্রেনিং সেশন পরিচালনা করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যামিলি প্ল্যানিং মেডিকেল অফিসার ডাঃ সাদিকুর রহমান তানভীর, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর মিনা রানী তালুকদার ও মোঃ সাইদুল ইসলাম প্রজেক্ট ম্যানেজার ভার্ড বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ।